Khoborerchokh logo

কবিতার নাম: মনের গহীনে প্রেম 2924 0

Khoborerchokh logo

কবি ও সাহিত্যিকের ভাবনার জগৎ

মনের গহীনে প্রেম 
লেখিকা: তনিমা জাহান 

ইদানীং আমার বিষন্নতারা রোববার বিকেলের হাঁটে চলে যায়
আমার জন্যে কাঁচের চুড়ি কিনবে বলে!
মৌনতারা হুটহাট ধর্মঘট ডেকে বসে, 
দাবিতে বারবার গোল টিপ কপালে তোলার কথা উঠে আসে!
ইদানীং আমার অভিমাণগুলো উঠোনের দক্ষিণ পাশের আমগাছের মগডালটাতে ঝুলনি বেঁধে চুল এলিয়ে ঝুলতে থাকে,
যখন তখন আমায় দেখে মুখ বেঁকিয়ে ভেংচি কাটে! 
আর ব্যস্ততারা সব চোখ এড়িয়ে হাত ধরাধরি করে ধর্ম সাগর পাড় যেয়ে আড্ডায় ঝড় তোলে,
অথচ আমার সাথে দেখা হতেই কেমন যেনো অপরিচিতার সুরে কথা বলে!
ইদানীং আলমিরাতে তুলে রাখা পাট না ভাঙা আমার সেই শান্ত শাড়ি গুলো হঠাৎ বিদ্রোহী হয়ে উঠে,
নিত্যনতুন ঢং-এ আমার গায়ে জড়াবে বলে!
আমারই চোখ আমার এতো সাধের জমিয়ে রাখা অশ্রুগুলো নীলিমাকে ধার দিয়ে দেয় আমাকেই না জানিয়ে, 
আর নীলিমা সেই অশ্রুর বর্ষণে আমার চোখের কোলের কালি ধুঁয়ে দিয়ে কাজল আঁকতে ব্যস্ত হয়ে পড়ে! 
ইদানীং দমকা হাওয়া এসে এক যুগ আগে বন্ধ হয়ে যাওয়া সমরেশের 'সাতকাহন' উপন্যাসের দরজা এক ঝটকায় দেয় খুলে,
আর অমনি 'দীপাবলী' হাতছানি দিয়ে আমায় ডাকতে শুরু করে
সেই আগের মতো বেলকনিতে বসে তার সাথে বিকেলের এক কাপ চা খেতে! 
ঠিক মধ্যরাতে কোয়ান্টাম মেথড এর বইগুলো ব্যস্ত হয়ে পরে মনের বাড়ির ড্রইংরুম ঘুচাতে,
আমায় সেথায় আবার আমন্ত্রণ জানাবে বলে!
ইদানীং আবারও মনের গহীনে প্রেম জাগে সেই আগেকার মতো করে,
শুধু তোমায় ভালোবাসবে বলে...!!


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com